চট্টগ্রামের রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) তেলবাহী তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে বিপুল পরিমাণ ডিজেল পাশের খালে গিয়ে পড়ছে।
আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হালিশহর থানাধীন সিজিপিওয়াই-এ প্রবেশের পর ওয়াগন তিনটি লাইনচ্যুত হয়। এর মধ্যে দু’টি ওয়াগন পুরোপুরি এবং একটি আংশিক কাত হয়ে তেল নিঃসরিত হচ্ছে।
সিজিপিওয়াই-এর মাস্টার আবদুল মালেক বলেন, “পতেঙ্গা এলাকায় দু’টি ডিপো থেকে তেল ভর্তি করে ট্রেনটি ইয়ার্ডে এসেছিল। ইয়ার্ডের ভেতরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। ওয়াগন তিনটিতে ডিজেল ছিল। ওয়াগন থেকে গড়িয়ে পড়া ডিজেল ইয়ার্ড সংলগ্ন একটি খালে গিয়ে পড়ছে। আমরা তেল উদ্ধারের জন্য সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করেছি।”
প্রতিটি ওয়াগন ৩০ হাজার লিটার তেল ধারণ করতে পারে জানিয়ে আবদুল মালেক বলেন, “রেলওয়ের ব্যবহারের জন্য চট্টগ্রাম থেকে ডিজেলের ওই চালান ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল।”
রেলওয়ের এক কর্মকর্তা জানান, দু’টি ওয়াগনের ডিজেল পুরোপুরি পড়ে গেছে বলে মনে হচ্ছে। অপরটির আংশিক পড়েছে।