তের বছর পর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা

চট্টগ্রামে অংশ নিল ২৬৮৭৯ শিক্ষার্থী

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩১ ডিসেম্বর, ২০২২ at ৪:৪৭ পূর্বাহ্ণ

১৩ বছর পর পুনরায় অনুষ্ঠিত হয়েছে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা। গতকাল অনুষ্ঠিত এ পরীক্ষায় চট্টগ্রাম জেলায় ২৬ হাজার ৮৭৯ শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মাঝে ইংরেজি ভার্সনের শিক্ষার্থী সংখ্যা ৩০৮ জন। তবে ১ হাজার ৪০৫ জন শিক্ষার্থী গতকালের পরীক্ষায় অনুপস্থিত ছিল। গতকাল (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের ১৪টি ও ১৫ উপজেলার ২৭টিসহ জেলার মোট ৪১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মনিটরিং অফিসার নুর মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন। বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত ও বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের মোট ১০০ নম্বরের পরীক্ষা দিতে হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, প্রাথমিকে সর্বশেষ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০০৮ সালে। ২০০৯ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) শুরুর পর বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়। পিএসসির ফলাফলের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হতো। তবে করোনা সংক্রমনের কারণে ২০২০ সাল থেকে গত তিন বছর পিএসসি পরীক্ষা হয়নি। সর্বশেষ প্রাথমিকের এ পাবলিক পরীক্ষা বাতিল করা হয়েছে। ফলে পুনরায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ফিরল। এদিকে, গতকাল পরীক্ষা চলাকালীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক (ডিডি) ও চট্টগ্রামের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) মো. শহীদুল ইসলাম কোতোয়ালী থানাধীন গুলএজার বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডবলমুরিং থানাধীন লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালী থানাধীন সরকারি ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া, কোতোয়ালী থানা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনউর রশিদ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে ঘরে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধঢাকায় জামায়াতের মিছিল, গ্রেপ্তার ১১