সিজেকেএস সিডিএফএ তৃতীয় বিভাগ ফুটবল লিগে গতকাল মঙ্গলবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় নবীন মেলা এবং বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা ০-০ গোলে ড্র করে।
একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় চন্দনপুরা একাদশ ১-০ গোলে পাঁচলাইশ যুব সংঘ ক্লাবকে পরাজিত করেন। চন্দনপুরা একাদশের পক্ষে এক মাত্র গোলটি করেন সাফওয়ান।
আজ সকাল ৮টায় মুক্ত বিহঙ্গ বনাম কল্লোল সংঘ গ্রীণ এবং সকাল ৯.৪৫ টায় হালিশহর লাকি ক্লাব বনাম মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি পরস্পরের মোকাবিলা করবে।