তৃতীয় দিনে টিকা গ্রহণকারীর সংখ্যা লাখ ছাড়াল

| বুধবার , ১০ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

দেশব্যাপী চলমান টিকা কার্যক্রমের তৃতীয়দিনে টিকা গ্রহণকারীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীসহ সারাদেশের ৪৬টি সরকারি হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য স্থাপনা কেন্দ্রে সর্বমোট এক লাখ এক হাজার ৮২ জন টিকা নেন। এদের মধ্যে পুরুষ ৭৪ হাজার ৫৮৬ জন ও নারী ২৬ হাজার ৪৯৬ জন রয়েছেন। অন্যদিকে তৃতীয় দিনে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৯৪ জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত রোববার ৩১ হাজার ১৬০ জন এবং সোমবার ৪৬ হাজার ৫০৯ জনসহ গত দুদিনে মোট টিকা নিয়েছেন ৭৭ হাজার ৬৬৯ জন।
বিভাগীয় পরিসংখ্যান অনুসারে সর্বমোট টিকা গ্রহীতাদের মধ্যে ঢাকায় ২৫ হাজার ২২০ জন, ময়মনসিংহে ৪ হাজার ৮৫৫ জন, চট্টগ্রামে ২৩ হাজার ৫৪৪ জন, রাজশাহীতে ১৩ হাজার ১১৪ জন, রংপুরে ১০ হাজার ২৩৭ জন, খুলনা বিভাগে ১১ হাজার ৩৭২ জন, বরিশালে ৪ হাজার ১৮১ জন এবং সিলেট বিভাগে ১ হাজার ৮ হাজার ৫৫৯ জন রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে দ্বিতীয় ভ্যাট মেলা শুরু আজ
পরবর্তী নিবন্ধআঁরা টিকা ল’ই অনরা ন লইবেন?