তৃতীয় দিনও জমজমাট রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার

আজ মেলার সমাপনী

আজাদী প্রতিবেদন | রবিবার , ২১ নভেম্বর, ২০২১ at ৯:১৫ পূর্বাহ্ণ

পছন্দের আবাসন খুঁজে পেতে নগরীর রেডিসন ব্লু’র রিহ্যাব চট্টগ্রাম ফেয়ারে গতকাল তৃতীয় দিনও এক স্টল থেকে আরেক স্টলে ঘুরে বেড়িয়েছেন ক্রেতা দর্শনার্থীরা। মেলা উপলক্ষে বিভিন্ন আবাসন প্রতিষ্ঠান ফ্ল্যাটের বিক্রয়মূল্যের ওপর ১০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। ক্রেতা আকর্ষণে এই পদক্ষেপ বেশ কাজ দিচ্ছে বলে জানায় আয়োজক কর্তৃপক্ষ। তারা বলছেন, মেলার সময় আর মাত্র একদিন, তাই ক্রেতা দর্শনার্থী সমাগম প্রথম দুই দিনের চেয়ে বেড়েছে। আগামীকাল (আজ) মেলার শেষ দিন, আশা করি ক্রেতা দর্শনার্থীর সংখ্যা আরো বাড়বে।
সরেজমিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, গতকাল তৃতীয় দিন মেলায় আগত মানুষের পদচারণায় জমজমাট ছিল প্রতিটি স্টল। স্টলের বিক্রয়কর্মীরা তাদের প্রতিষ্ঠানের আবাসন প্রকল্পের সুবিধাগুলো ক্রেতাদের দেখাচ্ছেন। এছাড়া ক্রেতাদের বিভিন্ন প্রশ্ন হাসিমুখে উত্তর দিচ্ছেন। গতকাল দুপুরে পরিবার নিয়ে মেলায় এসেছেন পোশাক ব্যবসায়ী ফজলুল আমিন। তিনি বলেন, মেলায় ফ্ল্যাট কেনার ওপর ছাড় দেয়া হচ্ছে বলে এসেছেন। দেড় হাজার বর্গফুটের একটি তিনি বুকিংও দিয়েছেন বলে জানান। এছাড়া মেলায় আসা ব্যাংকার মাসুম আহমেদ বলেন, অনেক বছর ধরে ভাবছিলাম একটি ফ্ল্যাট কিনব, কিন্তু আস্থার সংকটের কারণে বুকিং দিতে পারিনি। তবে সর্বশেষ ভাবলাম, মেলায় যেহেতু নামিদামি আবাসন নির্মাতা প্রতিষ্ঠান অংশ নিয়েছে তাই ঘুরে আসি। একই ছাদের নিচে অনেকগুলো প্রতিষ্ঠান এক সাথে পেয়ে বেশ ভালো লেগেছে। কারণ সব সুবিধা-অসুবিধা এক সাথে জানতে পেরেছি। উল্লেখ্য, ‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ-লাল সবুজের বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে গত বৃহস্পতিবার থেকে শুরু হয় চার দিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২১। এবারের মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৭১টি স্টল স্থান পেয়েছে। মেলায় গোল্ড স্পন্সর হিসেবে ৪টি প্রতিষ্ঠান, কো স্পন্সর হিসেবে ১৫টি, ৬টি আর্থিক প্রতিষ্ঠান এবং ৮টি বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রতিষ্ঠানসহ মোট ৪৬টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। আগত দর্শকদের জন্য লটারির মাধ্যমে থাকছে আকর্ষণীয় পুরস্কার। মেলায় দুইধরনের টিকেট থাকছে। সিঙ্গেল এবং মাল্টিপল। সিঙ্গেল টিকেটের মূল্য ৫০ টাকা এবং মাল্টিপল টিকেটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল টিকেটে দর্শনার্থীরা চারবার প্রবেশ করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধচলছে শুটকি উৎপাদন
পরবর্তী নিবন্ধঅযত্ন অবহেলায় কোটি টাকার দুটি অ্যাম্বুলেন্স