সিজেকেএস প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তৃতীয় জয় পেয়েছে শহীদ শাহজাহান সংঘ। গতকাল শুক্রবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শাহজাহান সংঘ বেশ কষ্ট করে ২ উইকেটে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র লাল দলকে। এ জয়ে ৮ খেলা শেষে ৫টি পরাজয় এবং ৩ জয়ে ছয় পয়েন্ট পেয়েছে শাহজাহান সংঘ। অন্যদিকে মুক্তিযোদ্ধা লাল ৫টি খেলায় জয় পেলেও তিনটি ম্যাচে পরাজিত হয়েছে। এতে করে অনেকটাই পিছিয়ে পড়েছে তারা। গতকাল টসে জিতে আগে ব্যাট করতে নেমে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র লাল মাত্র ১৫২ রানে অলআউট হয়ে যায়।
দলের পক্ষে মোহাইমিনুল খান সর্বোচ্চ ৩৪ রান করেন ৬৪ বল খেলে। অন্যদের মধ্যে ফখরুদ্দিন ইসলাম ২৫,ইশতিয়াক বিন ইদ্রিস ১৭ এবং শামসুদ্দিন বাপ্পা ১৬ রান করেন। ১০ রান করে সংগ্রহ করেন আব্বাস মুসা আলভী এবং সালেহীন রিফাত সাদ। অতিরিক্ত থেকে আসে ১৪ রান। বোলিংয়ে শহীদ শাহজাহান সংঘের পক্ষে ২৯ রানে ৩টি উইকেট পান মোহাম্মদ সুমন। এছাড়া ২টি করে উইকেট পান মমতাজুল হুদা আয়াজ এবং সজীবুল আলম সজীব। ১টি করে উইকেট নেন মাহতাব উদ্দিন এবং মুশফিকুর ইসলাম। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করলেও শেষের দিকে মুক্তিযোদ্ধার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে প্রায় হারতে বসেছিল শাহজাহান সংঘ। তবে ২১ রান বাকি থাকতে কট বিহাইন্ড মিস এবং টিটু ক্যাচ ড্রপ করলে অবিস্মরণীয় এক জয়ের দ্বারপ্রান্তে গিয়েও হোঁচট খায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। দলীয় ১৫ রানে উদ্বোধনী জুটি ভেঙ্গে গেলেও দ্বিতীয় উইকেট জুটিতে আতিক ও সুমন ৬৫ রান যোগ করে দেন। এরপরই দ্রুত ৩টি উইকেট হারায় শাহাজাহান সংঘ। সুমন ৪১ রান করেন ৫১ বল খেলে। আতিক করেন ২০ রান। ওপেনার কফিল উদ্দিন করেন ১৩ রান। পরবর্তীতে উইকেটের পতন হলেও মেহেদী হাসান ১৪,মুশফিকুর ২০ এবং মমতাজুলের অপরাজিত ১৪ রানের উপর ভর করে লক্ষ্যে পৌঁছে যায় শাহজাহান সংঘ। অতিরিক্ত থেকে যোগ হয় ১৬ রান। ৪০.৫ ওভারে ৮ উইকেটে ১৫৩ রান হয় শাহজাহান সংঘের। মুক্তিযোদ্ধা লালের মুরসালিন মুরাদ এবং ওবাইদুল্লাহ ওবায়েদ ৩টি করে উইকেট পান যথাক্রমে ৩১ এবং ১২ রান দিয়ে। ১টি করে উইকেট পান সালেহীন রিফাত সাদ এবং মাহফুজুর টিটু। সৌভাগ্য প্রসূত তৃতীয় জয়ে এবারের লিগে অবনমনের শঙ্কা থেকে মুক্ত হয়েছে ঐতিহ্যবাহী শহীদ শাহজাহান সংঘ। অন্যদিকে মাঝারি মানের দল নিয়েও শুরু থেকে অসাধারণ খেলা উপহার দিয়ে শিরোপা লড়াইয়ে থাকা মুক্তিযোদ্ধার ছন্দপতন ঘটে। তৃতীয় পরাজয়ে রানার আপের দৌড় থেকেও পিছিয়ে যাচ্ছে দলটি। আজ কোন খেলা নাই। ৮ম রাউন্ডের শেষ ম্যাচে আগামীকাল বন্দর ও সিটি কর্পোরেশন মুখোমুখি হবে।