তুমি সদা বিরাজমান

তোষাদ রায়হান | মঙ্গলবার , ১০ জানুয়ারি, ২০২৩ at ৪:৫৬ পূর্বাহ্ণ

তোমায় নিয়ে রচিত হয়েছে লাখো কবিতা

হয়েছে আরো, উপন্যাস, নাটক ও গান

তবুও শেষ হবে না তোমারি গুণকীর্তন

বাঙালির পিতা, শেখ মুজিবুর রহমান।

তোমার তর্জনী আকাশ ছুঁয়েছিলো

তাই পেয়েছি একটি স্বাধীন দেশ

বেঈমানরা তোমার বুকে গুলি করে

মুছে দিতে চেয়েছিলো নাম তোমার

তারা পারেনি মুছে দিতে,

অমরত্বের অমিয় সুধা তুমি করেছো পান

তোমাকে আমরা খুঁজি লাল সবুজে

বাঙালির অস্তিত্বে তুমি সদা বিরাজমান।

পূর্ববর্তী নিবন্ধবিনোদ বিহারী চৌধুরী : বিবেকের কণ্ঠস্বর
পরবর্তী নিবন্ধসৃষ্টিকে ভালোবাসুন, স্রষ্টা আপনাকে ভালোবাসবেন