কতজন এলো গেলো খোঁজ কারো রাখিনি,
এ জীবনে তুমি ছাড়া কাউকে তো ডাকি নি!
পথে যেতে যেতে হল দেখা কত জনে,
ভালোবাসা, অবহেলা রাখিনিতো মনে!
ছোট্ট এই জীবনে পাওয়া কত শত,
পাইনি যা তা ভেবে রাখিনিতো ক্ষত!
তুমি সদা সুন্দর মন ও মননে
কথা বলো সুললিত শব্দের বুননে।
আবৃতিও কর তুমি মুগ্ধতায় ভরা,
কখনো স্বর খাদে নামে, কখনো বা চড়া।
গানেও কোকিল সম সুমধুর গলা,
আরো কত গুণী তুমি ফুরাবে না বলা।
দেখে দেখে এতসব ফুরাইলো বেলা,
এই তো জীবন আর জীবনের খেলা,
স্মৃতিতে প্রীতিতে মোর থাকো তুমি রোজ,
তাইতো রাখি না আমি আর কারো খোঁজ।







