বাংলা মায়ের ভিজলো আঁচল
ভিজলো ঘরের সিঁড়ি
বাংলার আকাশে, বাংলার বাতাসে ছিলো
বেদনা বৃষ্টি গুঁড়ি গুঁড়ি ।
কষ্ট আর জলে ভক্ত মহলজুড়ে
শোকে স্তব্ধ বোবা
কান্নায় নুয়েছিল কৃষ্ণচুড়া
নুয়েছিল রক্তজবা।
টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত
যার নেতৃত্বে স্বাধীন সারা বাংলা
তাঁহার সাথে বেঈমানী আর ভণ্ডামি
করলো মানুষরূপী হায়েনা জংলা।
ধুলিস্যাৎ করতে নেতার পরিবার
দুষ্টের দলের উল্লাস
বিধাতা সহায়, কী করিবে হায়!
ভিন্ন দেশে করছিলো দু’কন্যা বাস।
ধর্মের কল বাতাসে নড়ে
জুলুমের সময় স্বল্প
মরেও অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর
বঙ্গবন্ধু ইতিহাস ও গল্প।
আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি
বাঙালি জাতির পিতা তোমায় ভালোবাসি।