তুমি যদি চাও আকাশটা নাও
সাগরটা দিও আমাকে
তুমি যদি চাও নীলশাড়ি নাও
ছুঁড়ে দিও নীল জামাকে।
তুমি যদি চাও ভালোবাসা নাও
প্রেমটুকু দিও নীরবে
যত দূরে যাও নিজেকে হারাও
আমার এ মন জিরোবে।
তুমি যদি চাও ভুলে শুধু যাও
ভুলে থাকি আমি আপ্রাণ
তবে তাই হোক চিরপ্রিয়তমা
গায়ে মেখে নিই জাফরান।