তুমি এলে

মাসুদা তোফা | শনিবার , ১৪ জানুয়ারি, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

তুমি এলে আনন্দে বর্ষা নামে জীবনে
তুমি এলে আমি দিশেহারা হই স্বপ্নে।

তুমি এলে গোধূলির আলো জ্বলে উঠে
তুমি এলে ভালোবাসা জমে ঠোঁটে।

তুমি এলে মরুতেও শিহরণ লাগে
তুমি এলে অসম্ভব সম্ভবে মন জাগে।

তুমি এলে নষ্ট কষ্ট সব মুছে যায়
তুমি এলে অভিমান দূরে সরে যায়।

তুমি এলে একুশ আসে ফাল্গুন মাসে
তুমি এলে একাত্তর জয় হাতে হাসে।

তুমি এলে সব আসে হৃদয়টা নাচে
তুমি এলে অসুন্দর ঘুচে সুন্দর বাঁচে।

পূর্ববর্তী নিবন্ধবিচ্ছেদ নয়, ভালো থাক পৃথিবীর সকল ভালোবাসা
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর সমাধি সৌধে একদিন ও স্বপ্নের পদ্মা সেতু প্রসঙ্গ