তুমি এলে

সৈয়দা সেলিমা আক্তার | শনিবার , ৩০ এপ্রিল, ২০২২ at ৮:০৮ পূর্বাহ্ণ

তুমি এলে বলে আমার শহরে

বৃষ্টি এসেছে নেমে

তুমি এসেছো হিমেল হাওয়া

গরম গিয়েছে থেমে।

তুমি না এলে দেখা হতোনা

পাখিদের ভাঙা ঘর

তুমি না হলে জলে ভিজে ভিজে

কে বাধাঁতো জ্বর।

তুমি এসেছো জলে ভেজা

সজীব পাতারা হাসছে

মাটির সাথে জলের মিতালী

ঝরা পাতারা ভাসছে।

তুমি না আসলে কার হাত ধরে

করবো জলকেলি?

খোঁপায় বলো কি করে পড়বো

গন্ধরাজ আর বেলি।

তুমি ছাড়া ভাবতে পারিনা

বৃষ্টি ভেজা ক্ষণ

কবিতার খাতা জলে টুপটুপ

ঝাপসা দু নয়ন।

পূর্ববর্তী নিবন্ধঈদ এলে
পরবর্তী নিবন্ধঈদ মানে