তুমি আছো বলে

সুমি দাশ | রবিবার , ২৭ ডিসেম্বর, ২০২০ at ৯:৫৫ পূর্বাহ্ণ

তুমি আছো বলে প্রিয়, নির্ভরতার ভিত্তিটা খুবই দৃঢ় মনে হয়,
তাই, ইচ্ছে করে তোমার হাত ধরে অনেকটা পথ পাড়ি দিতে।
ইচ্ছে করে সমস্ত পৃথিবী যখন রাতের নিস্তব্ধতায় ঘুমিয়ে পড়বে,
আমরা শুধু জেগে রবো দুজন দুজনের হয়ে সারা রাত ভর।
দু’জনে হারিয়ে যাবো রঙিন স্বপ্ন বুননের আবেশে,
খোলা আকাশ পানে তাকিয়ে উপভোগ করবো
চাঁদের সাথে কালো মেঘের লুকোচুরি খেলা।
অনুভব করবো চারপাশের শান্ত নীরবতা।
আমায় জড়ালে বলে প্রিয়,
সুপ্ত ইচ্ছেগুলো তাই পেয়েছে পূর্ণ স্বাধীনতা।
আর তাতেই পেয়েছি তোমাকে তীব্র ভালোবাসার প্রেরণা।
ইচ্ছে করে আজ মুক্ত আকাশে
প্রজাপতির মতো রঙিন পাখা মেলে উড়তে।
তুমি প্লাবিত করেছো আমার উচ্ছ্বাসহীন
হৃদয়খানি নিখুঁত ভালোবাসায়,
মন তাই বড্ড ব্যাকুল তোমার স্নিগ্ধ সান্নিধ্য পাওয়ার বাসনায়।
তুমি ভালোবাসো বলে প্রিয়,
কুয়াশা ভেজা ভোরের আলোয় উদিত সূর্যটা নিত্য রঙিন মনে হয়,
মনের গহীনে তাই সারাক্ষণ তোমার নীরব বিচরণ।
অনুভব করি হৃদয়ের প্রতিটি স্পন্দনে
উত্তাল ঢেউ জাগানো প্রচণ্ড শিহরণ।
তাই আমি হৃদয়ের টানে হৃদয় দিয়ে সঁপেছি এই প্রাণ,
তোমারই ভালোবাসায়,
মিলনের আকুলতায়,
তোমারই স্পর্শতায়
ক্ষণে ক্ষণে তোমার মধুময় ইশারায়।

পূর্ববর্তী নিবন্ধক্ষতচিহ্ন
পরবর্তী নিবন্ধশীত কাহন