সুন্দরের মাঝে বিলীন হওয়া
জাগতিক কামনা বাসনার তীব্রতা,
আকুল আবেদনের ব্যাকুলতা
সেই তো হৃদয়ের মাদকতা।
অনুভবে যার বিচরণ প্রকাশে
তার আবরণ,
বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির অনবদ্য
আলোড়ন,
মোহনীয় আবেদনময়ী ভালবাসার ঊর্বশী,
কালজয়ী রণক্ষেত্রে উপস্থিতি
লাস্যময়ী।
দেবরাজ ইন্দ্রের সর্বেসর্বা প্রতিমা,
রমণীকূলের সর্বোৎকৃষ্ট সৃষ্টি তিলোত্তমা,
দেবতাদের রক্ষা কবজের আধিপত্য,
নারী রূপে এই তিলোত্তমার
বিশেষত্ব।
সত্যই সুন্দর চিরঅম্লান সৃষ্টিতে,
বিধাতার ভালবাসার পূর্ণতা প্রকাশ,
আছে শুধুই এই মায়াবতী নারীতে।