তিন সহোদরের ৫ মাসের সাজা

৭৩ কোটি ৮২ লাখ টাকা আত্মসাৎ মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ মার্চ, ২০২২ at ১০:২৬ পূর্বাহ্ণ

জনতা ব্যাংক লালদিঘী শাখার ৭৩ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৪৬০ টাকা আত্মসাতের একটি জারি মামলায় জেড অ্যান্ড ডে ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের মালিক জামিল আবেদীনসহ তিন ব্যবসায়ীকে ৫ মাসের সাজা দিয়েছেন আদালত। একই সাথে তাদের বিরুদ্ধে দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত বাকী দুইজন হলেন জয়নাল আবেদীন ও মো. আলাউদ্দিন। তিনজনই আপন ভাই। তারা নগরীর খুলশী থানা এলাকার আব্দুল মালেকের ছেলে।
গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মোজাহিদুর রহমান শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জনতা ব্যাংক লালদিঘী শাখার ৭৩ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৪৬০ টাকা আত্মসাৎ করেছে এমন অভিযোগে ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মূলত ঋণের টাকা শোধ না করায় এবং ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে এ তিনজনকে সাজা দেয়া হয়েছে এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আদেশ কার্যকর করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখাকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান পেশকার রেজাউল করিম।

পূর্ববর্তী নিবন্ধভোজ্যতেলের বাজারে আরো দরপতন
পরবর্তী নিবন্ধঅন্য দেশের তুলনায় দ্রব্যমূল্য ‘কমই বেড়েছে’: তথ্যমন্ত্রী