তিন দিন পর বন্ধ হলো কাপ্তাই লেকের ১৬ গেট

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৭:০০ পূর্বাহ্ণ

টানা তিনদিন ধরে কাপ্তাই লেকের ১৬টি গেট দিয়ে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক হারে পানি ছাড়ার পর বন্ধ করা হলো লেকের পানি ছাড়া। রাঙামাটি ও কাপ্তাই উপজেলায় আপাতত ভারী বৃষ্টিপাত না হওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ শনিবার বিকাল ৫টা থেকে কাপ্তাই লেকের পানি ছাড়া বন্ধ করেছেন বলে জানা যায়। কাপ্তাই লেকে বর্তমানে পানির লেভেল রয়েছে ১০৮.১৫ ফুট মিন সি লেভেল (এমএসএল)। লেকে পানি ধারণ ক্ষমতা সর্বোচ্চ ১০৯ ফুট এমএসএল।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান লেক থেকে পানি ছাড়া বন্ধ করেছেন স্বীকার করে বলেন, গত ২১ আগস্ট থেকে গতকাল পর্যন্ত টানা ৩ দিন বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি গেট দিয়ে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক হারে পানি ছাড়া হয়েছিল। গতকাল ভারী বৃষ্টিপাত না হওয়ায় পানি ছাড়া বন্ধ করা হয়। তবে আবার ভারী বৃষ্টিপাত হলে এবং লেকের পানি যদি পুনরায় বিপজ্জনক পর্যায়ে চলে আসে তখন পুনরায় পানি ছাড়ার সিদ্ধান্ত আসতেও পারে।

পূর্ববর্তী নিবন্ধচবি মেডিকেলে ফের চালু হচ্ছে প্যাথলজি বিভাগ
পরবর্তী নিবন্ধএকাদশে ভর্তিতে দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু