তিন জাপানি গাড়িসহ ১০২ লট পণ্যের নিলাম ৮ জুন

ক্যাটালগ ও দরপত্র সংগ্রহ করা যাবে ৬ জুন পর্যন্ত

আজাদী প্রতিবেদন | বুধবার , ১ জুন, ২০২২ at ৮:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমসে তিন জাপানি গাড়িসহ বিভিন্ন ধরণের ১০২ লট নিলামে আগামী ৮ জুন। নিলামের কর্মকর্তারা জানান, নিলাম প্রক্রিয়ার অংশ হিসেবে গত রোববার থেকে ক্যাটালগ ও দরপত্র বিক্রি শুরু হয়। বিডাররা (নিলামে অংশগ্রহণকারী) নির্ধারিত মূল্য পরিশোধ করে আগামী ৬ জুন পর্যন্ত ক্যাটালগ ও দরপত্র সংগ্রহ করতে পারবেন।

কাস্টমস সূত্রে জানা গেছে, এবারের নিলামে তিন গাড়ির মধ্যে জাপানের তৈরি ২০১২ সালের টয়োটা ব্র্যান্ডের সাদা কালারের কারের সংরক্ষিত দাম ধরা হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৫০৫ টাকা। গাড়ি এর আগে ৮ বার নিলামে তুলে কাস্টমস কর্তৃপক্ষ। কিন্তু এছাড়া জাপানের তৈরি ২০১৯ সালের রয়েল ব্লু কালারের নিশান এটলাস পিকআপ ভ্যানের মূল্য ধরা হয়েছে ৭১ লাখ ৯৮ হাজার ৩০৪ টাকা। গাড়িটি এর আগে ৫ বার নিলামে তোলা হয়। জাপানের তৈরি ২০১২ সালের টয়োটা সিলভার কালারের এক্সফিল্ডার গাড়ির সংরক্ষিত দাম ধরা হয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৪৮৫ টাকা। গাড়িটি এর আগে তিনবার নিলামে তোলা হয়। তিনটি গাড়িই এর আগে প্রত্যাশিত দর পাওয়া না যাওয়ায় বিক্রি করতে পারেনি কাস্টমস কর্তৃপক্ষ।

গাড়ি ছাড়া অন্যান্য পণ্যের মধ্যে রয়েছেফুটওয়্যার স্যান্ডেল, গার্মেন্টস ফেব্রিক্স, জেলিং এজেন্ট, তৈরি পোশাক, ওয়াটার ফিল্টার, প্লাস্টিক হ্যাংগার, মেটাল ফ্রেম, ব্যাটারি লিড, ওয়াশিং কেমিক্যাল, ফিনিশিং এজেন্ট, হাইড্রোক্লোরিক এসিড, ডাই এসিড এইচপি, ক্যালেন্ডার অ্যান্ড ডায়েরি, চেয়ার, গাড়ির টায়ার, গ্রিন টি, ইজিজি ইনকিউবিটর, পলিব্যাগ, ল্যাবরেটরি ইক্যুইপমেন্ট, ক্যাপিটাল মেশিনারিজ উইথ অ্যাকসেসোরিজ, পিভিসি কম্পাউন্ড, সয়েল স্টাবিলাইজার, সালফিউরিক এসিড, টেক্সটাইল কেমিক্যাল, হ্যাং ট্যাগ, ল্যাবরেটরি সাপ্লাইস, সেলাই মেশিন, ব্যবহৃত মেশিনারী, প্লাস্টিকের খালি বোতল, গার্মেন্টস সিকিউরিটি ট্যাগ, বেবি ডায়াপার, প্লাস্টিকের খেলনা, মোটর সাইকেলের যন্ত্রাংশ, সিল ট্যাপ, ফোল্ডিং মেশিন, ব্যবহৃত তার, মোটর সাইকেল, ইলেকট্রিক বাইসাইকেল, পিভিসি মেশিন, ফুয়েল ট্যাঙ্ক, খালি সিএনজি সিলিন্ডার, ব্লেন্ডিং মেশিন, মিথানল, পটাশিয়াম হাইড্রোঙাইড, ফসফরিক এসিড, ম্যান্ডারিন, আপেল, ডিটারজেন্ট পাউডার, গ্লুটেন পাউডার, টেঙটাইল কালার, ড্রেজার উইথ অ্যাকসেসোরিজ এবং মোবাইল অ্যাকসেসোরিজ।

নিলাম শাখার কর্মকর্তারা জানান, বিডাররা অফিস চলাকালীন সময়ে এবং নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স কেএম কর্পোরেশনের মাঝিরঘাটের অফিস, কাস্টমসের নিলাম শাখা অফিস এবং ঢাকার মতিঝিল অফিস থেকে থেকে ক্যাটালগ ও দরপত্র সংগ্রহ করতে পারবেন। সংগৃহিত দরপত্র আগামী ৬ ও ৭ জুন সকাল ৯টা থেকে বেলা ২টার মধ্যে জমা দেয়া যাবে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তার (প্রশাসন) কার্যালয়, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়, শুল্ক আবগারি ও ভ্যাট কমিশনারেট (ঢাকা দক্ষিণ) এর কার্যালয় এবং ঢাকার কাকরাইলে অবস্থিত আইডিইবি ভবনে স্থাপিত দরপত্রের বাঙে।

এরপর আগামী ৮ জুন বেলা আড়াইটায় বিডারদের উপস্থিতিতে দরপত্রের বাঙ খোলা হবে। নিলাম সম্পন্ন হওয়ার পর সর্বোচ্চ দরদাতাদের অনূকুলে পণ্য বিক্রির অনুমোদন দিবেন নিলাম কমিটির সদস্যরা। নিলামে অংশগ্রহণ করতে প্রতিষ্ঠানের ক্ষেত্রে দরপত্রের সাথে হালনাগাদ করা ট্রেড লাইসেন্স, ভ্যাট রেজিস্ট্রেশন সনদ, টিআইএন সার্টিফিকেটের কপি দাখিল করতে হবে। ব্যক্তির ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের কপি এবং হালনাগাদ টিআইএন সার্টিফিকেটের কপি দাখিল করতে হবে। এছাড়া ক্যাটালগে উল্লেখিত শর্ত পূরণ করে নিলামে অংশ নেয়া যাবে।

জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার আলী রেজা হায়দার দৈনিক আজাদীকে বলেন, নিলাম আমাদের রুটিন কার্যক্রমের একটি অংশ। এবারের নিলামে ৩টি জাপানি গাড়িসহ ১০২ লট বিভিন্ন ধরণের পণ্য তোলা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধভাটার সময় অর্ধকিলোমিটারের দুর্ভোগ
পরবর্তী নিবন্ধটুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা