তিন গাড়ি চালককে আসামি করে মামলা

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনা

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২২ at ৪:০১ পূর্বাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হওয়ার ঘটনায় ৩ গাড়ি চালককে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ মামলা দায়ের করেন জোরারগঞ্জ হাইওয়ে থানার এটিএসআই সাইফুল ইসলাম। মামলায় আসামিরা হলেন জোনাকী পরিবহন বাসের চালক, কাভ্যার্ডভ্যানের চালক ও লরি চালক।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন বলেন, তিন গাড়ি চালকের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তাই জোনাকী পরিবহন বাসের চালক, কাভ্যার্ডভ্যানের চালক ও লরি চালককে আসামি করে এই মামলা করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের রায়পুর এলাকায় লরির পেছনে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী জোনাকী পরিবহনের একটি বাস। এ সময় উভয় গাড়িচালকের মধ্যে বাক-বিতন্ডা চলাকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান সেখানে থাকা লোকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন মীরসরাই সদর ইউনিয়নের উত্তর গাড়িয়াইশ গ্রামের মো. শামসুদ্দীনের ছেলে শেখ ফরিদ (৩০) ও শেখ সুমন (২৫), দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মো. হারুন মিয়ার ছেলে মেহেদী (২২) ও আবুল কাশেম (৬০)। এ সময় আহত হন জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা, রাকিবুল, আব্দুল আউল ও একজন প্রতিবন্ধীসহ ছয়জন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর জোনাকী পরিবহনের বাস, লরি ও কাভার্ডভ্যান জব্দ করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন ৩ জন করোনা রোগী শনাক্ত
পরবর্তী নিবন্ধএমন আয়োজন পথ দেখাবে নারীদের