তিন অস্থায়ী ওয়ার্ড বয় গ্রেপ্তার

চমেক হাসপাতালে ওষুধ চুরি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৪ জুলাই, ২০২২ at ৫:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অস্থায়ী ভিত্তিতে কর্মরত তিন ওয়ার্ড বয়কে ওষুধ চুরির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার চমেক হাসপাতালের মূল ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হল- দিলীপ কুমার নাথ, আশীষ দাশ ও পলাশ ধর। তারা হাসপাতালের এক আউটসোর্সিং ঠিকাদারের অধীনে বিভিন্ন ওয়ার্ডে ‘স্পেশাল ওয়ার্ড বয়’ হিসেবে কাজ করত। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, গত ৭ জুলাই হাসপাতাল থেকে প্রায় ৫০ হাজার টাকার ওষুধ চুরি করে বাইরের ফার্মেসিতে বিক্রির জন্য নেওয়ার পথে সুমন বড়ুয়া নামে এক ওয়ার্ড বয়কে গ্রেপ্তার করেছিল পুলিশ। সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১০ হাজার টাকার বিভিন্ন ধরনের স্যালাইন, ক্রিম, টেপ উদ্ধার করা হয়। হাসপাতালে ভর্তি অস্ত্রোপচারের রোগীদের এসব স্যালাইন এবং ওষুধ সরবরাহ করার কথা। কিন্তু তারা চুরি করে বাইরের ফার্মেসিতে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। আমরা আরও জানতে পেরেছি, এই চুরির সঙ্গে হাসপাতালের একজন স্থায়ী কর্মচারীও জড়িত। তাকে আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে পূরণ হয়নি লক্ষ্যমাত্রা
পরবর্তী নিবন্ধচাকা খুলে সড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস