তিনি পিতা

পুষ্পিতা সেন | বৃহস্পতিবার , ২৪ আগস্ট, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

ভয়ার্ত সেই রাত

হয়েছিল প্রভাত

কিন্তু দুচোখে দুঃখস্মৃতিগুলো

আজো বুকে সে আঘাত।

ভাঙলো বিশ্বাস

ধেয়ে এল ভয় ত্রাস

বন্দি হলো শোকবইতে

চরম দীর্ঘশ্বাস।

হারালো প্রিয় পিতা

হারালো স্বজন, মিতা

হারিয়ে গেলো এই বাংলার

অবিসংবাদিত নেতা।

এখনো সকাল হয়

বায়ুও তেমন বয়

আসে না সেই দরাজ কণ্ঠের

নির্ভিক জোতির্ময়।

গিয়েছেন পিতা তিনি

তবুও আছেন জানি

বাংলার বুকে সর্বত্র তাঁর

ধ্বনি আর প্রতিধ্বনি।

পূর্ববর্তী নিবন্ধশব্দ গড়ি শব্দে বাঁচি
পরবর্তী নিবন্ধক্রমে চলে