ধর্মে কর্ম করেন বেশি
নীতি কথাও কন
থলের বিড়াল সামলে রেখে
বাঁচেন আমরণ।
সবার মেজাজ বুঝেন তিনি
সবার কাছেই ভালো
সাপকে তিনি গোল বললেও
কাককে বলেন কালো।
মুচকি হাসেন, এমন কথায়
‘মায়ের মত দেশ’
স্বার্থটা ঠিক রেখেই তিনি
হিসেব করেন শেষ।
মুখেই কেবল যত মধু
‘সবার ভালো হোক‘
গাওয়া ঘি‘য়ে ভেজাল দিয়ে
তিনিই বড়লোক।