সামাজিক, মানবিক, রাজনীতি এই তিনটি বিষয়কে যদি সমন্বয় করি তাহলে যার অর্থ দাঁড়ায় অবহেলিত জনগোষ্ঠীর পাশে থেকে মানব কল্যাণে কাজ করা। আমি যেইটুকু বুঝি এবং আমার ক্ষুদ্র জ্ঞানে তাই বলে। কিন্তু বাস্তবতার নিরীখে বর্তমানে যা দেখেছি যেটা বুঝছি সেটা হচ্ছে তিনটি বিষয়কে একসঙ্গে করে কিছু কিছু মানুষ নামের অমানুষরাই ক্ষমতা, ধন দৌলত আর প্রভাব বিস্তার করে নারী, গাড়ি, বাড়ি, জমি–জমার ইত্যাদি মালিক বনে যাচ্ছে। এমন মানুষগুলোর সঙ্গে ব্যক্তিগত ভাবে আমি সম্পর্ক রাখি না। কারণ এরাই সুবিধাবাদী সিন্ডিকেটভুক্ত কালো বাজারী অর্থলোভী স্বার্থবাজ ঘৃণিত সব ধরনের কাজের সঙ্গে জড়িত। কেননা এরাই সমাজ দেশ জাতির জন্য অত্যন্ত মারাত্মক ক্ষতিকারক পদার্থ। সময় এসেছে আমরা সম্মিলিত ভাবে এদেরকে বয়কট করার, পরিশেষে এইটুকু বলবো সৃষ্টিকর্তার গজব থেকে একজনও রেহাই পাবেন না। এই কথাগুলো লিখে নিজ মনকে কিছুটা সান্ত্বনা দিলাম।