তিথিকৃত্য-৮

ইউসুফ মুহম্মদ | বুধবার , ২৮ জুন, ২০২৩ at ১০:১২ পূর্বাহ্ণ

তিথিকে দেখিনি,

সুরের ধারায় তার কথা শুনে বোধি দুয়ার খুলেছে

কুবুপাখি তার কথা বলে সুরবন্দি কানে

ত্রিবেণী সঙ্গমে হেঁটে যায় কালের পুরাণ।

যাকে কখনো দেখিনি

তার কথা বয়ানে লিখেছে ইন্‌জিন, গীতা ও কোরআন

খৃষ্টের কলম, পদছাপ আঁকে মানুষের ভিড়ে

জন্মদিনে যে কলম বাঁশি হয়ে বাজে যমুনার তীরে।

পূর্ববর্তী নিবন্ধযাত্রাভঙ্গ
পরবর্তী নিবন্ধঅনিশ্চিত জীবন