তারেক সোলেমান সেলিম দলীয় আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি

স্মরণসভায় বক্তারা | বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সাবেক সদস্য ও আলকরন ওয়ার্ডের কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও তাঁর কবরস্থানে গতকাল বুধবার মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় নেতৃবৃন্দ বলেন, প্রয়াত তারেক সোলেমান সেলিম একজন নিবেদিত প্রাণ রাজনৈতিক, আদর্শিক ব্যক্তিত্ব ছিলেন। দলীয় আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি তিনি। আমাদেরকেও তাঁর মতো হয়ে প্রত্যেক নেতাকর্মীর সাথে সরাসরি রাজনৈতিক ও ব্যক্তিক সম্পর্ক সুদৃঢ় করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, নোমান আল মাহমুদ, শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, মশিউর রহমান চৌধুরী, জালাল উদ্দীন ইকবাল, মোরশেদ আক্তার চৌধুরী, কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, তারেক ইমতিয়াজ ইমতু, ইমরান আহমেদ ইমু, মরহুমের পুত্র তারেক রাতুল প্রমুখ।

আমরা ক’জন মুজিব সেনা : মরহুম জননেতা তারেক সোলেমান সেলিমের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন আমরা ক’জন মুজিব সেনা দক্ষিণ কাট্টলী ১১নং ওয়ার্ড।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর শাখার সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য বোখারী আযম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রুবেল, হালিশহর থানার সাধারণ সম্পাদক পলাশ নাথ, দক্ষিণ কাট্টলী ১১নং ওয়ার্ডের আহবায়ক বিজয় বড়ুয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রায়হান হাসান বাবু, মো. সামি, মো. হামজা, মো. রিফাত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজিয়েটসের সভা
পরবর্তী নিবন্ধজাসমির ওয়েলের তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের নির্দেশ