তারেক রহমানের আগমন উপলক্ষে নগর বিএনপির প্রস্তুতি সভা

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৮:০০ পূর্বাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন, এটি হবে এক নতুন গণতান্ত্রিক যাত্রার সূচনা, যেখানে নির্বাসিত নির্বাচন আর থাকবে না। তিনি দলের শৃঙ্খলা বজায় রেখে সকল নেতাকর্মী, স্বেচ্ছাসেবকদের সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার আহবান জানান। গতকাল দলের চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে অনুষ্ঠিত নগর বিএনপি’র প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। নাসিমন ভবন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তারেক রহমানের আগম উপলক্ষে শৃঙ্খলা, প্রচার এবং অভ্যার্থনার ব্যবস্থা নিশ্চিত করার জন্য বিভিন্ন উপকমিটি গঠন নিয়ে আলোচনা হয়েছে।

সভায় নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমান দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। দীর্ঘ ২০ বছরের অপেক্ষার পর তিনি এবার চট্টগ্রামে আসছেন, যা দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উভয়ের মধ্যে বিশেষ উচ্ছ্বাস সৃষ্টি করেছে। তার নেতৃত্বে দলের সংগ্রাম আরও দৃঢ় হবে এবং দেশের চলমান নির্বাচন পরিস্থিতি স্বচ্ছ ও শক্তিশালী হবে। আমাদের লক্ষ্য হলো জনগণের ভোটাধিকার রক্ষা করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকলের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা।

এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক মো. এম এ আজিজ, মো. মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহামেদুল আলম রাসেল, শিহাব উদ্দিন মুবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, অ্যাডভোকেট মফিজুর হক, ইকবাল চৌধুরী, এম এ হান্নান, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, মুজিবুল হক, জাহাঙ্গীর আলম দুলাল, মো. মহসিন, কামরুল ইসলাম, সৈয়দ শিহাব উদ্দীন আলম, নগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম তুহিন, তাঁতী দলের আহ্বায়ক সেলিম হাফেজ, মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী ওলামা দলের সদস্য সচিব জয়নাল।

রাউজান উপজেলা বিএনপি : পলোগ্রাউন্ড মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্ততি সভা গতকাল শনিবার রাউজান সদরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ নুরুল হুদা চেয়ারম্যানের সভাপতিত্বে ও ফিরোজ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ মনজুরুল হক, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, মোজাম্মেল হক, ফয়জুল ইসলাম চৌধুরী টিপু চেয়ারম্যান, মোহাম্মদ হারুন উর রশিদ, অ্যাডভোকেট এম হাশেম, মুসলিম উদ্দীন, কাজী আনিসুজ্জামান সোহেল, দিদারুল আলম চেয়ারম্যান, এনামুল হক, কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, শামশুল হক বাবু, কাজী আবুল বশর, মোহাম্মদ নুরল আলম, আইয়ুব মেম্বার, কাজী গিয়াস উদ্দিন, শাহা আলম কোম্পানি, ইউছুফ তালুকদার, রাশেল খান, সৈয়দ তৌহিদুল আলম, শফিউল আজম, শেখ নাজিম উদ্দীন, এডভোকেট তাজুল ইসলাম, শাহ্‌জান শাহিল, আরিফুল ইসলাম, শাহাদাৎ মীর্জা, নাছির উদ্দীন চৌধুরী ও আমির আলী।

পূর্ববর্তী নিবন্ধ‘হযরত আলী রজা কানু শাহ (রা.) দ্বীন ও মাজহাবের খেদমতের আত্মনিবেদিত প্রাণ’
পরবর্তী নিবন্ধচিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন কাল