দুই বছর দীপ্ত টিভিতে প্রচারিত হয়েছিল তানিম রহমান অংশুর পরিচালনায় ফিচার ফিল্ম ‘সাহসিকা’। প্রচারের পর যা দর্শকমহলে হয়েছিল নন্দিত ও আলোচিত। এরই ধারাবাহিকতায় এবার নির্মিত হয়েছে ‘সাহসিকা–২’। এর গল্পও প্রথমটির মতোই, একজন নারীকে কেন্দ্র করে। তবে সম্পূর্ণ নতুন আঙ্গিক ও কাহিনির বিস্তার নিয়ে হাজির হচ্ছে এটি। এই গল্পে এমন একটি বিষয়কে সামনে নিয়ে আসা হয়েছে যা সমাজে ঘটছে অহরহ, কিন্তু সে সম্পর্কে কেউ মুখ খুলছেন না। এরই মধ্যে এটির শুটিংও হয়ে গেছে।
ফিচার ফিল্মটি পরিচালনা করেছেন জিবরান তানভীর। কাজী জাহিন হাসানের গল্প ভাবনা ও প্রযোজনায় চিত্রনাট্য করেছেন আহমেদ খান হীরক ও নাসিমুল হাসান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, তারিন জাহান, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
চিত্রনাট্যকারদ্বয় জানান, প্রথম ‘সাহসিকা’ দর্শক দারুণভাবে গ্রহণ করেছিলেন। সেই ধারাবাহিকতায় তারা আশা করছেন এর দ্বিতীয় পর্বও দর্শক নন্দিত হবে। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে ‘সাহসিকা–২’।