আবারও নাটকে জুটি হলেন মোশাররফ করিম ও সারিকা সাবা। ঈদে ৭ পর্বের বিশেষ ধারাবাহিকে দেখা যাবে তাদের। গোলাম রাব্বানীর রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় নাটকটির নাম ‘হোয়াট ইজ লাভ’। নির্মাতা জানান, সমপ্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং শেষ হয়েছে রোমান্টিক কমেডি গল্পের এই নাটকটির।এ নাটকে বিদেশ ফেরত একজন প্রবাসীর চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। আর বিয়ে পাগল একজন নারীর চরিত্রে দেখা দেবেন সারিকা সাবা।
এনটিভির ঈদ অনুষ্ঠানমালায় নাটকটি ঈদের ৭ দিন প্রচারের কথা রয়েছে। বিশেষ এই ঈদ ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, আহসান হাবিব নাসিম, রোবেনা রেজা জুঁই, মাইমুনা মম, শহিদুল্লাহ সবুজসহ অনেকেই।