জীবনকে যারা ধরেছিল বাজি,
মরার জন্য তাঁরা ছিল রাজি।
সময়ের প্রয়োজনে,
ভালো বেসেছিল আপন স্বদেশ,
মুছাতে মায়ের অপমান ক্লেশ!
আনতে সবার সম অধিকার
ঝাঁপিয়ে পড়েছে রণে!
তাঁরা ছিল মা’র সেরা সন্তান,
বীরত্বে যাঁরা দিয়েছিল প্রাণ!
তাঁরাই শ্রেষ্ঠ তাঁরাই মহান,
এ স্বাধীন দেশ তাঁহাদের দান!
তাঁরাই আলোর বাতি,
তাঁদের জন্য গর্বিত হবে
চিরকাল দেশ ও জাতি।