বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সদরঘাট থানা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভা গতকাল মঙ্গলবার বিকেলে থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ নারীনেত্রী সাবিহা মুসা। প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ (কমান্ডার চট্টগ্রাম মহানগর)। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আমিনুল হক বাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন।
সংগঠনের সভাপতি আবদুল নুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইকা দোস্তের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন আসাদুজ্জামান খান, মাসুদুর রহমান মাসুদ, জুলফিকার আলী মুন্না প্রমুখ। উপস্থিত ছিলেন সাজ্জাদ মাহমুুদ রাসেল, দিদার হোসেম, ঝুমা আলমগীর, রেজাউল আজিজ রেজা, আবদুল কুদ্দুস রানা, সাজ্জাদুর রহমান প্রমুখ। এতে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রেস বিজ্ঞপ্তি।