তোমার তর্জনীর গর্জনে বাঙালির বুকে
এসেছিলো সাহসের জোয়ার,
জীবনবাজিতে ঝাঁপিয়ে পড়ে,
ভেঙে দিলো পরাধীনতার দুয়ার।
তুমিই ছিলে বার্তাবাহক,
তুমিই স্বাধীনতার মহানায়ক,
তুমি না হলে এই বাংলা হতো
বড়োই বেদনাদায়ক!
তোমার উদারে মুক্ত হলো
এই বাংলার আকাশ,
দৃপ্ত শপথে রাইফেল হাতে
করলো শত্রুর বিনাশ।
কেঁপে ওঠে বাংলার মাঠ, তোমার
আওয়াজের বিস্ফোরণে,
মুক্তির স্বাদে, মরণ লড়াই করলো
তোমারই আবাহনে।
তোমার জন্য উঠলো বেজে
মুক্তির রণতূর্য,
বাংলার গগনে উদয় হলো
স্বাধীনতার সূর্য।
পেলো ফিরে মুক্তির অধিকার
বাংলার জনগণ,
দৃপ্ত পায়ে, মুক্তির নিশান উড়িয়ে;
ছাড়লো রণাঙ্গন।