শেখ মুজিব স্মরণে

কুতুবউদ্দিন বখতেয়ার | সোমবার , ৭ মার্চ, ২০২২ at ৭:৪৮ পূর্বাহ্ণ

টুঙ্গি পাড়ায় জন্মেছিল
একটি ছেলে দারুণ,
মনটি তার তেজে ভরা
কণ্ঠ যে তার আগুন।
দেশে চলে শোষণ-শাসন
বুকে ভীষণ দুখ,
পাকহানাদার কেড়ে নিল
স্বাধীনতার সুখ।
দেশের তরে বলেন মুজিব
বীর বাঙালি জাগো,
সবাই মিলে অস্ত্র ধরে
দেশের কাজে লাগো।
সকল প্রাণে ধরিয়ে দেন
ভালোবাসার আগুন,
রক্ত দিয়ে আনেন তিনি
স্বাধীনতার ফাগুন।
বিজয় দিলেন নিশান দিলেন
দিলেন স্বাধীন দেশ,
আমরা তাতে ফিরে পেলাম
সোনার বাংলাদেশ।
দেশের জন্যে জীবন দিলেন
ঘাতকেরই হাতে,
স্মরণ করি আমরা তাঁকে
প্রতি দিনে রাতে।
তিনি হলেন শেখ মুজিবুর
লক্ষ প্রাণের ভাষা,
সবার মাঝে আছেন তিনি
হয়ে ভালোবাসা।
মুজিব আমার হৃদয় পটে
একটি রঙিন ছবি,
একলা বসে ভাবি আমি
তিনি দেশের রবি।

পূর্ববর্তী নিবন্ধ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ : শক্তি ও প্রেরণার উৎস
পরবর্তী নিবন্ধতর্জনীর গর্জন