শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) ব্যবসায় প্রশাসন বিভাগ আয়োজন করেছে ‘বিজনেস আইডিয়া ফেস্ট-২০২১’। গত বুধবারের আয়োজনে শিক্ষার্থীদের ১০টি টিম সৃজনশীল আধুনিক ব্যবসার বিভিন্ন ধারণা প্রকল্প আকারে তুলে ধরে। সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নূরল আনোয়ার বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশকে নেতৃত্ব দেবে। তরুণদের উদ্যম আর উদ্ভাবনী শক্তি গড়বে আগামীর উন্নত বাংলাদেশ।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান। ধন্যবাদ বক্তব্য রাখেন বিভাগের সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজেরার প্রফেসর ড. গনেস চন্দ্র রায়, ব্যবসায় অনুষদ বিভাগের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ফসিউল আলম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ইঞ্জিনিয়ার মফজল আহমদ, কলা ও আইন অনুষদের ডিন মো. ইউনুস, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেনসহ বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষক-শিক্ষার্থীরা। প্রেস বিজ্ঞপ্তি।