তবে কেমন

শাহনাজ পারভীন সিঁথী | রবিবার , ২২ নভেম্বর, ২০২০ at ৯:০৪ পূর্বাহ্ণ

দ্রৌপদীর মতো সময় থেকে এগিয়ে নই;
নই সীতার মতো পরীক্ষিত!
নই ক্লাইটেমিনিস্ট্রা কিংবা মিডিয়ার মতো লক্ষ্যে স্থির
কঠিন সত্তা!
হেলেন ছিল কি দায়ী শত শত গ্রিক আর ট্রোজান
ডাকসাইটে যোদ্ধাদের শেষ পরিণতিতে?
দিব্যি দিয়ে বলাই যায়, একেবারেই নই তার মতো
ভুবন কাঁপানো সুন্দরী!
মুখরা রমণীর মতো ক্যাথরিনকে ছাপিয়ে যেতে পারি না কখনো!
আবার সব সয়ে অসহায়ের মতো ওফেলিয়া হয়ে ওঠার বাসনাও নেই!
নুনের মতো ভালোবাসার কারণে কর্ডেলিয়ার মতো বনবাসীও নই!

ইউশটেশিয়া কিংবা হিথক্লিফের ক্যাথরিনের মতো উচ্চাভিলাষী নই!
ভার্জিনিয়া উলফের ছোট্ট ঘরখানা,
যেখানে আত্মসমর্পণ করা যায় একাগ্রচিত্তে
তেমন কোনও উপায়? … তাও কি আমার হয়?

শ্রীকান্তের ললিতা, জ্ঞানদা, কিংবা মেজদিদি?
বনলতা সেনের মতো শান্তি কি পেরেছি কাউকে দিতে?

শরত বাবুর কলমের ছোঁয়ায়
রবি বাবুর সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার
অদম্য বাসনায় …
কেমন তবে আমি?

পূর্ববর্তী নিবন্ধঅধীশ্বর
পরবর্তী নিবন্ধউচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি