চিরায়ত বাঙালিত্বের চেতনা লালনের দিন পহেলা বৈশাখ-বাঙালির জাতীয় উৎসব। ডিজিটাল নিউজ আ্উটলেট কাছেদূরে ডটকম-এর সাপ্তাহিক আয়োজন কাছেদূরে ক্যাফে-র এবার বাংলা নববর্ষ ১৪২৮ বরণ বিশেষ পর্ব:‘তপোবহ্নির শিখা জ্বালো’।
গত ১২ এপ্রিল সোমবার রাত ৯টায় শ্যামল চৌধুরীর সাথে ভার্চুয়ালে সরাসরি সংযুক্ত হন বাচিক শিল্পী রাশেদ হাসান ও সংগীতশিল্পী বনানী দত্ত।
পুরো দু’ঘণ্টার এ অনুষ্ঠানে শুরু থেকেই প্রচুর দর্শকের সাড়া পাওয়া যায়। অনেকে নানা প্রশংসামূলক মন্তব্য ও পছন্দের গান-কবিতা শুনতে চেয়ে কমেন্ট বক্সে লিখে জানান।
যথারীতি অনুষ্ঠানের গবেষক ও সঞ্চালক শ্যামল চৌধুরী তার অনবদ্য সঞ্চালনায় দক্ষতার পরিচয় দেন এবং শিল্পীদের সাথে আড্ডা বেশ জমে ওঠে।
দেশের খ্যাতনামা আবৃত্তিশিল্পী ও সংগঠক রাশেদ হাসান সমসাময়িক প্রেক্ষাপটে কযেকটি কবিতা ছাড়াও বেশ কয়েকটি রোমান্টিক কবিতা আবৃত্তি করেন।
অপরদিকে সংগীতশিল্পী বনানী দত্ত রবীন্দ্র, আধুনিক ও ফোক গান পরিবেশনের মধ্য দিয়ে দর্শকদের মন জয় করে নেন।
বনানী দত্তকে তবলা-পিয়ানো ও গিটারে সহযোগিতা করেন যথাক্রমে উদাস ও নীল।
কাছেদূরে কর্তৃপক্ষ আমন্ত্রিত শিল্পী ও দর্শক যারা অনুষ্ঠানটি দেখেছেন তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে।