লোহাগাড়ায় উদ্ধারকৃত ১১টি তক্ষক সরকারি রিজার্ভ বনভূমিতে অবমুক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ২৯ মার্চ (শনিবার) সকালে তক্ষকগুলোকে বনভূমিতে অবমুক্ত করা হয় এবং আটক পাচারকারী বিল্লালকে কারাগারে পাঠানো হয়েছে।
ধৃত বিল্লাল সাতক্ষীরা জেলার তালা উপজেলার বাবু পলা এলাকার মৃত আবদুল কাদেরের পুত্র। বিষয়টি নিশ্চিত করে ডলুবিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু বলেন ,গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানা পুলিশ ও পদুয়া রেঞ্জ বনবিভাগের যৌথভাবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে ১১ টি তক্ষকসহ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত তক্ষক রিজার্ভ বনভূমিতে অবমুক্ত করা হয়েছে এবংপাচারকারীর বিরুদ্ধে থানায় বন আইনে ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে কারাগারে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, তক্ষক একটি সরীসৃপ বা শীতল রক্তবিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী। যারা বুকের উপর ভর দিয়ে চলাচল করে। দৈহিক গঠন অনুযায়ী তারা জলে, স্থলে এমনকি গাছ বা দেয়ালে চলাচল করতে সক্ষম। সরীসৃপ প্রাণীরা ক্ষতিকর কীটপতঙ্গ থেকে পরিবেশের উপকারসহ খাদ্যশৃঙ্খলের ধারাবাহিকতা রক্ষা করে। তবে ভাল দাম পাওয়ার কারণে এক শ্রেণির কিছু ব্যক্তি তক্ষক ধরে চীন ও থাইল্যান্ডে বিক্রি করছে ।
উল্লেখ্য: শুক্রবার (২৮ মার্চ) সকালে থানা পুলিশ ও বনবিভাগের যৌথ অভিযানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে ১১টি তক্ষকসহ পাচারকারী বিল্লালকে আটক করা হয়।