ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন নাঈম হাসান

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২১ মে, ২০২২ at ৮:১২ পূর্বাহ্ণ

একের পর এক ইনজুরির সমস্যা ভোগাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। ইনজুরির কারণে অনেকদিন যাবত মাঠের বাইরে দলের সেরা পেসার তাসকিন আহমেদ। মাঠে ফিরে আবারও ছিটকে গেছেন আরেক পেসার শরিফুল ইসলাম। স্পিনার মেহেদি হাসান মিরাজ ইনজুরির কারণে খেলতে পারছেন না শ্রীলংকার বিপক্ষে সিরিজের কোন ম্যাচ। ইনজুরিতে ভুগছেন পেসার ইবাদত হোসেনও। এবার ইনজুরির মিছিলে যোগ হলো তরুণ স্পিনার নাঈম হাসানের নাম। প্রায় পনের মাস পর টেস্ট দলে ফিরে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করেন চট্টগ্রামের ছেলে নাঈম। প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নেন তরুণ এই স্পিনার। যা তার ক্যারিয়ারের সেরা। কিন্তু বিপত্তিটা ঘটল সেখানেই। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ের সময় আঙুলে ব্যথা পেয়েছেন নাঈম। যাতে ঢাকা টেস্ট খেলা নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। এ বিষয়ে নির্বাচক হাবিবুল বাশার জানান, নাঈমের আঙ্গুলে চিড় ধরা পড়েছে। আর এই ছিড় নিয়েই নাঈম দ্বিতীয় ইনিংসে বলও করেছে। এমন অবস্থায় পরবর্তী টেস্ট খেলতে পারবে কিনা তা এখনো নিশ্চিত নয়। বলা যায় ঢাকা টেস্টে সে অনেকটাই অনিশ্চিত। আঙ্গুলের চিড় নিয়েই চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করেছেন নাঈম। অস্বস্তি নিয়ে বোলিং করার কারণেই কিনা, দ্বিতীয় ইনিংসে সাফল্য মিলেনি। ২৩ ওভার বোলিং করে ৭৯ রান খরচায় উইকেটশূন্য ছিলেন নাঈম। অথচ প্রথম ইনিংসে কত ভাল বল করেছেন নাঈম। ঢাকা টেস্টে নাঈমকে শেষ পর্যন্ত না পেলে বাংলাদেশের জন্য সেটা বড় দুঃসংবাদই। কারন ইনজুরির কারণে মেহেদি হাসান মিরাজ ছিটকে গেলে তার জায়গাতেই মূলত নাঈমকে দলে ডাকা হয়।

পূর্ববর্তী নিবন্ধএশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কঠিন লড়াইয়ে প্রস্তুত কোহলি
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন