ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের সিনেমা দেখেছেন শ্রীলেখা

| মঙ্গলবার , ১৭ জানুয়ারি, ২০২৩ at ১১:৪৫ পূর্বাহ্ণ

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে অংশ নিতে ঢাকায় এসেছেন টালিগঞ্জের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গতকাল সোমবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে তার সিনেমার প্রথম প্রদর্শনী হয়। এরপর দর্শকের সামনে সিনেমাটি নিয়ে কথাও বলেছেন তিনি। একই মিলনায়তনে ২১ জানুয়ারি দুপুর ১টায় সিনেমার আরেকটি প্রদর্শনী রয়েছে। তার পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’র প্রদর্শনী হয়। খবর বাংলানিউজের।

এদিকে শ্রীলেখার দ্বিতীয় নির্মাণ ‘এবং ছাদ’। এর আগে ‘বেটার হাফ’ নামের আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন শ্রীলেখা।

তবে নির্মাতার চেয়ে অভিনয়শিল্পী হিসেবেই ভারত ও বাংলাদেশে বেশি পরিচিতি রয়েছে অভিনেত্রীর। উত্তর কলকাতার ছাদকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে সিনেমার গল্প। এতে মধ্য বয়সী এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা। অভিনয়ে আরও ছিলেন ছোটপর্দার অভিনেতা প্রীতম দাস। পরিচালনার পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধমন ভালো নেই হিরো আলমের
পরবর্তী নিবন্ধএত রেসপন্স পাব ভাবিনি