ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় আবু সুফিয়ান ব্যাপারি মাসুদ নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাত ৮টার কিছু পরে কাজী নজরুল ইসলাম এভিনিউতে হোটেল সুপারস্টারের পাশে আহসানউল্লাহ টেকনোলজি ইনস্টিটিউটের গলিতে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে। খবর বিডিনিউজের।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুর রহমান বলেন, ‘স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করা হয়। তাদেরকে বিআরবি হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছেন।’
আজিজুর রহমান মুছাব্বির জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম–সম্পাদকও ছিলেন। তবে এখন তার কোনো পদ ছিল না। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বেশ কয়েকবার গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে গেছেন। তার পরিচিত মো. শাহিন জানান, মুছাব্বিরের বাবা একসময় এফডিসিতে চাকরি করতেন, কারওয়ান বাজারে জুতার দোকানও ছিল তার। মুছাব্বির অনেকদিন ধরে ছাত্রদল ও বিএনপির রাজনীতিতে যুক্ত। বিগত আমলে কয়েকদিন পর পরই জেলে নিয়ে যেত। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীও হয়েছিলেন।
মুছাব্বিরের এক সহযোগী জানান, শরীয়তপুর সমিতির একটি অনুষ্ঠান ছিল ষ্টার রেস্টুরেন্টে। সেটা শেষ করে গলি পথ ধরে যাওয়ার সময় তাদের ওপর হামলা হয়।












