ঢাকায় পৌঁছে গেছে নেপাল ফুটবল দল

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৬ নভেম্বর, ২০২০ at ৬:৪৮ পূর্বাহ্ণ

করোনার কঠিন সময় পার করে ধীরে ধীরে সরব হতে যাচ্ছে দেশের ক্রীড়াঙ্গন। তবে এই পথে সবচাইতে বড় পদক্ষেপ হচ্ছে নেপাল ফুটবল দলের ঢাকা আগমন। দুইটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে চলে এসেছে নেপাল জাতীয় ফুটবল দল। গতকাল বৃহস্পতিবার বিশেষ চাটার্ড ফ্লাইটে করে বাংলাদেশে অবতরণ করেছেন নেপাল দলের ফুটবলাররা। আগামী ১৩ ও ১৭ নভেম্বর হবে এই প্রীতি ম্যাচ দুইটি। এর জন্য অনুশীলন শুরুর আগে চারদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে নেপাল দলকে। আগামী ১০ নভেম্বর থেকে তারা অনুশীলন শুরু করতে পারবে। এদিকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে নেপাল স্কোয়াডের দুই খেলোয়াড়ের করোনা পজিটিভ ধরা পড়েছিল। যে কারণে তাদের দেশে রেখেই বাকিরা এসেছে দুই ম্যাচের সফরে। প্রাথমিকভাবে ৪০ জনের আসার কথা বলা হলেও, নেপালের বহরে এসেছে ৩৫ জন।
ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দুটি সরাসরি সমপ্রচারে ড্রোন ব্যবহার করা যাবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, আমরা সরকারের কাছ থেকে সমপ্রচারের জন্য ড্রোন ব্যবহারের অনুমতি নিয়েছি। এখন যে টেলিভিশন খেলা দেখাবে তারা ড্রোন ব্যবহার করবে কিনা সেটা তাদের বিষয়। ম্যাচ দুটি নিয়ে গত ২৫ অক্টোবর আন্তঃ মন্ত্রণালয়ের যে সভা হয়েছিল সে সভাতে খেলা সমপ্রচারে ড্রোন ব্যবহারের বিষয়টি আলোচনা হয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সবুজ সংকেত দিয়েছেন। বাংলাদেশ টেলিভিশন ম্যাচ দুটি সমপ্রচার করবে। বিটিভির পাশপাশি ম্যাচ সমপ্রচারের জন্য চারটি বেসরকারী টেলিভিশনও আগ্রহ প্রকাশ করেছে।

পূর্ববর্তী নিবন্ধভেটারেন ফুটবলের ফাইনালে মর্নিং ফিটনেস
পরবর্তী নিবন্ধমাঠে নামতে মুখিয়ে আছেন সাকিব