বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জাহেদুল হককে গত মঙ্গলবার বিকেলে রাজধানীর (ঢাকা) বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ধানমন্ডি থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
তিনি বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা এলাকার হাজি মোহাম্মদ নুরুল হক সওদাগরের ছেলে। তিনি পরিবারসহ চট্টগ্রাম নগরীতে বসবাস করতেন। জাহেদুল হক স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্বরত রয়েছেন। পুলিশ বলেছে, জাহেদুল হকের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র–জনতার ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও খুলশী থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি এবং রাজধানীর ধানমন্ডি থানায়ও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
প্রসঙ্গত গত ৪ জুলাই চট্টগ্রাম ক্লাবে তার ছেলের বিয়ের অনুষ্ঠান চলাকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা তার গ্রেপ্তারের দাবিতে অবস্থান নিলে তিনি পরিস্থিতি এড়িয়ে পরদিন বিদেশে চলে যান। সমপ্রতি তিনি দেশে ফেরার পর চট্টগ্রামে অবস্থান করছিলেন। গতকাল তিনি ব্যাংকের বোর্ড সভায় যোগ দিতে ঢাকা গেলে বিমানবন্দর এলাকা থেকে ঢাকা মহানগর ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।











