ঢংখালে সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে হচ্ছে স্থায়ী ব্রিজ

রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রীর উদ্যোগ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ১০ এপ্রিল, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার শিলক ও কোদালা ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে যাওয়া ঢংখালের উপর সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে স্থায়ী ব্রিজ নির্মাণ করা হচ্ছে। ইতিপূর্বে এই খালের উপর কাঠের তক্তায় নড়বড়ে সাঁকো বানিয়ে দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করে আসছিলো। ঝুঁকি নিয়ে চলাচল করতো স্কুলকলেজগামী কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। দীর্ঘদিন ধরে এই স্থানে ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন দুই ইউনিয়নের বাসিন্দারা। অবশেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির বিশেষ উদ্যোগে ব্রিজ নির্মাণ করা হচ্ছে।

এই ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম জানান, শিলক মিনাগাজীর টিলা ও কোদালা চা বাগান এলাকার মাঝ দিয়ে বয়ে যাওয়া ঢংখালের উপর ইতিপূর্বে কাঠের তক্তার সাঁকো ছিলো। যেটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির নির্দেশনায় এলজিইডির আম্পান প্রকল্পের মাধ্যমে প্রায় ৩ কোটি ৫২ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ করা হচ্ছে। শিলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার জানান, ব্রিজটির নির্মাণ কাজ শেষ হলে দক্ষিণ রাঙ্গুনিয়ার সংশ্লিষ্ট অঞ্চলগুলোর মধ্যে শিক্ষা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে।

কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মাস্টার বলেন, বান্দরবান সড়ক কিংবা সরফভাটা হয়ে কাপ্তাই সড়কের সাথেও যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে। ঐতিহ্যবাহী কোদালা চা বাগানে ঘুরতে আসা দেশবিদেশের পর্যটক, চা বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকরাও এই ব্রিজটির সুফল পাবেন। সর্বোপরি মানুষের জীবন মানের উন্নয়ন হবে। এজন্য তথ্যমন্ত্রীকে এতদ অঞ্চলের বাসিন্দাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধইউরেনাসের ছবি তুলল জেমস ওয়েব, খুলবে রহস্যের জট?
পরবর্তী নিবন্ধতৃতীয় লিঙ্গের পক্ষ থেকে বঙ্গবাজারের ব্যবসায়ীদের ২২ লাখ টাকা