অপরিশোধিত তরল বর্জ্য নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণ করায় মেসার্স ডেনিম ওয়াশিং ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে ১ লাখ ৯০ হাজার ৮০ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (উপসচিব) হিল্লোল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৩ জুন পরিবেশ অধিদপ্তর পরিদর্শন করে দেখতে পায়, প্রতিষ্ঠানটির ইটিপি অকার্যকর অবস্থায় রয়েছে।
এতে সংশ্লিষ্ট এলাকার পরিবেশ ও প্রতিবেশগত ব্যবস্থায় মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানটির পরিবেশগত ছাড়পত্রও নেই। ইটিপি অকার্যকর রেখেও পরিবেশগত ছাড়পত্র ব্যতিরেখে পরিবেশ দূষণ করে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ প্রেক্ষিতে কারখানার মালিকের উপস্থিতে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা-০৭ মোতাবেক ১ লাখ ৯০ হাজার ৮০ টাকা জরিমানা করা হয়। এ টাকা আগামী ৭ দিনের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদানের জন্য আদেশ প্রদান করা হয়।