ডেঙ্গু সচতনেতা কার্যক্রমে ডা. বিদ্যুৎ বড়ুয়া

| শনিবার , ২৯ জুলাই, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের উদ্যোগে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়ার সার্বিক ব্যবস্থাপনায় চট্টগ্রাম মহানগরের ১৩নং ওয়ার্ডের দক্ষিণ খুলশী এলাকায় ঝাউতলা ও আমবাগান সুবিধাবঞ্চিত মানুষের আবাসস্থলে ডেঙ্গু মশা নিধনে প্রতিকী ডেঙ্গু সচেতনতামূলক ড্রেনে ব্লিচিং পাউডার, কেরোসিন ও ক্লোরিন দেওয়া হয়। স্থানীয় ওয়ার্ড কমিশনার ওয়াসিম উদ্দিন চৌধুরী এই কার্যক্রমে উপস্থিত থেকে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়ার জনহিতকর কার্যক্রমের প্রশংসা করেন। ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, নিজ নিজ বাড়ির সামনের ড্রেনে প্রতিনিয়ত ড্রেনে ব্লিচিং পাউডার ও ক্লোরিন দিয়ে কাজটি করার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক অজয় কর, ডা. উপল, ডা. শাওন, কামরুল, ইমতিয়াজ, ফয়সাল, বাবলা, জয়, প্রমিত, অন্তু নির্ঝর ও কায়সার সৌরভ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমুদ্রের কোলে রাখাইনদের মন রাঙানো এক দিন
পরবর্তী নিবন্ধছয় ওয়ার্ডে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ