ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গত ২৭ জুলাই নগরীর অলংকার মোড়ে প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। করোনা মেডিসিন ব্যাংক ও মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের যৌথ আয়োজনে ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিএমপি পাহাড়তলী জোনের সহকারী পুলিশ কমিশনার মাইনুর রহমান, উপ পুলিশ পরিদর্শক সুমিত বড়ুয়া, গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থপনা পরিচালক ডা. মেজবাজ উদ্দিন তুহিনসহ করোনা মেডিসিন ব্যাংক ও মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। অতিথি ও স্বেচ্ছাসেবীরা অলংকার মোড় হতে এ কে খান পর্যন্ত পথচারী, যাত্রী সাধারণ ও হকারদের মাঝে লিফরেট বিতরণ ও মাইকিং করেন। প্রেস বিজ্ঞপ্তি।












