ডেঙ্গুতে চট্টগ্রামে আরও এক

শিশুর মৃত্যু নতুন শনাক্ত ৯৪ জন

আজাদী প্রতিবেদন ম | রবিবার , ১৩ নভেম্বর, ২০২২ at ৭:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ১১ নভেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাহিমা নামে ওই শিশুর মৃত্যু হয়। ২ বছর ১ মাস বয়সী ওই শিশুর পরিবার সীতাকুণ্ডের বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। ওই রোগীকে ১০ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১১ নভেম্বর হাসপাতালেই তার মৃত্যু হয় বলে জানান তিনি। এ নিয়ে চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ২৫ জনের মৃত্যু হলো।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৯৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫০১ জনে।

পূর্ববর্তী নিবন্ধ৫৩ দিন পর চট্টগ্রামে শূন্য শনাক্ত, একদিন পরই একজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধদেওয়ানহাটে ‘চাঁদা না দেয়ায়’ যুবককে ছুরিকাঘাত