দেওয়ানহাটে ‘চাঁদা না দেয়ায়’ যুবককে ছুরিকাঘাত

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৩ নভেম্বর, ২০২২ at ৭:৫২ পূর্বাহ্ণ

রাস্তায় দোকান বসানোকে কেন্দ্র করে নগরীর দেওয়ানহাট রেলগেট এলাকায় এক যুবককে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। আহত যুবকের নাম মো. পারভেজ। তিনি দেওয়ানহাটে রাস্তায় একটি দোকান করেন। চাঁদা না পেয়ে তার ওপর জিয়াউল হক ফয়সাল (৩৬) ও তার সহযোগী মোক্তার হামলা করে বলে অভিযোগ আহত যুবকের। গতকাল শনিবার দুপুর ১টায় এই হামলার ঘটনা ঘটে। আহত পারভেজকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

এই বিষয়ে আহত পারভেজ বলেন, আমি মাদারবাড়িতে একটি সোয়েটার কারখানাতে কাজ করতাম। শীত আসার কারণে কারখানা বন্ধ হয়ে গেছে। তাই দেওয়ানহাট মোড়ে একটা ছোট দোকান দিই। এই এলাকায় দোকান দিতে গেলে ফয়সাল ও মোক্তারের অনুমতি লাগে। আমাকে দেখে তারা দোকান বসানোর অনুমতি দেয়নি। কারণ ওদের একটা মামলার সাক্ষী ছিলাম আমি। এজন্য দোকান বসাতে তারা চাঁদা দাবি করে। তিনি আরও বলেন, চাঁদা না দিলে ফয়সাল ও মোক্তার দলবল নিয়ে আমাকে ছুরিকাঘাত করে। এই সময় আমাকে লোহার রড দিয়ে মারধর করা হয়।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, দুপুরে মারামারিতে আহত এক যুবককে নিয়ে আসা হয়। চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে চট্টগ্রামে আরও এক
পরবর্তী নিবন্ধস্ট্যান্ডিং কমিটির নির্বাচন চেয়ে ২০১ শিক্ষকের চিঠি