ডুবতে ডুবতে বেঁচে গেল ৩৩ বাংলাদেশী

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৮ মে, ২০২১ at ৯:২৮ অপরাহ্ণ

ইউরোপ যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৩৩ বাংলাদেশীকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী।
মঙ্গলবার (১৮ মে) তাদের উদ্ধার করা হয়।
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে জানা যায়, উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে অন্তত ৫০ যাত্রী নিখোঁজ হয়েছেন।
এছাড়া ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা সবাই বাংলাদেশী বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম। নিখোঁজ ব্যক্তিরা কোন দেশের তা জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে, তারা বাংলাদেশ ও সুদানের।
আইওএম’র ভূমধ্যসাগরীয় দফতরের মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো টুইটারে বলেছেন, জীবিত উদ্ধার হওয়া ৩৩ জনের সবাই বাংলাদেশী। রবিবার লিবিয়ার জাওয়ারা উপকূল থেকে তারা যাত্রা করেছিলেন।
তিউনিসিয়া সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, বেঁচে থাকা ব্যক্তিরা জানিয়েছেন লিবিয়া থেকে ছাড়ার সময় নৌকাটিতে অন্তত ৯০ জন যাত্রী ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধটিকার জন্য জয়শঙ্করকে ফোন করলেন মোমেন