আইআইইউসির অভ্যন্তরীণ সড়ক সংস্কারের কাজ ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে। আগামী সপ্তাহেই পুরোদমে কাজ শুরু হবে। ঢাকা-চট্টগ্রাম সড়কের আইআইইউসির মেইন গেইট থেকে ক্যাম্পাস পর্যন্ত উন্নতমানের সড়ক করা হবে।
গত রবিবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির সাথে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ চট্টগ্রাম অঞ্চলের তিন সদস্যের একটি প্রতিনিধি দল দাপ্তরিক সাক্ষাৎকালে এ কথা জানান। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন নির্বাহী প্রকৌশলী এ.কে.এম. আমিরুজ্জামান এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সীতাকুণ্ড উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা। সাক্ষাতকালে আইআইইউসির ভাইস-চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, বিওটি সদস্য প্রফেসর ড. কাজী দ্বীন মুহাম্মদ, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার মুহাম্মদ শফীউর রহমান, ড. মাহি উদ্দিন, আফজাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।










