ডিসেম্বরের মধ্যে মেয়াদোত্তীর্ণ জেলা সম্মেলন করার নির্দেশ

চট্টগ্রাম বিভাগের রিপোর্ট তুলে ধরেন হানিফ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ সেপ্টেম্বর, ২০২১ at ৪:৩৪ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় মেয়াদোত্তীর্ণ জেলাগুলোতে বর্ধিত সভা ও প্রতিনিধি সভা করার নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে ইউনিট, ওয়ার্ড, থানা ও উপজেলা সম্মেলন শেষে ডিসেম্বরের মধ্যে মেয়াদোত্তীর্ণ জেলা সম্মেলন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একইসাথে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
কার্যনির্বাহী সংসদের সভায় মেয়াদোত্তীর্ণ চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আজাদীকে জানান, নির্দিষ্ট কোন জেলা নিয়ে আলোচনা হয়নি। তবে মেয়াদোত্তীর্ণ জেলাগুলোর ইউনিট, ওয়ার্ড ও থানা সম্মেলন শেষে ডিসেম্বরের মধ্যে সম্মেলন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে। পর্যায়ক্রমে মেয়াদোত্তীর্ণ সব জেলায় সম্মেলন হবে। স্বপন ভাই (চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন) ছিলেন না। হানিফ ভাই (যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ এমপি) তাঁর বক্তব্যে চট্টগ্রাম বিভাগের রাজনৈতিক চিত্র তুলে ধরেছেন।
দলের কার্যনির্বাহী সংসদের সভা শেষে সাংবাদিকদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ ৮টি বিভাগের ৮ জন সাংগঠনিক সম্পাদকের বক্তব্য তিনি (আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী) শুনেছেন। চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক দেশে নেই, সেখানে যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ তাঁর বক্তব্যে চট্টগ্রাম বিভাগের রাজনৈতিক চিত্র তুলে ধরেছেন। দায়িত্বপ্রাপ্ত বিভাগের অন্য নেতারা ৮ বিভাগের ওপর লিখিত রিপোর্ট করেছেন দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে। তাঁরা তাদের এলাকার ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত রাজনৈতিক চিত্র কী তা জানিয়ে রিপোর্ট উত্থাপন করেছেন।
তিনি বলেছেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত সিদ্ধান্ত দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধঠিকাদার স্পেক্ট্রার প্রকল্প পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মামলা
পরবর্তী নিবন্ধচার ভেন্যুতে ৭ হাজার ২০০ পরীক্ষার্থী চট্টগ্রামে