চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাকলিয়া ডিসি রোডে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর প্রচারণায় লিফলেট বিতরণে বাধা ও মাইক ভাঙচুর করা হয়েছে বলে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে অভিযোগ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের রিটানির্ং কর্মকর্তার কার্যালয়ে এই অভিযোগ করেন। নির্বাচন কমিশন কার্যালয়ে গতকাল মেয়র প্রার্থী রেজাউল করিমের অভিযোগসহ নতুন করে ৫টি অভিযোগ জমা পড়েছে।
এই ব্যাপারে চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান আজাদীকে জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা প্রচারণায় বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। আমরা বিষয়টি তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠিয়েছি। এখন পর্যন্ত ১৭টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। এরমধ্যে ৫টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। আগামী ২৭ জানুয়ারি চসিক নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থীসহ মোট ২৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার চসিক নির্বাচনে ৭৩৫টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হবে। চসিক নির্বাচনে ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন।